E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মালিতে বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

২০১৫ মে ২৬ ১৮:৪২:৫১
মালিতে বাংলাদেশী শান্তিরক্ষীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার : মালির রাজধানী বামকোতে শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক শ্রী নীলকন্ঠ হাজং’-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই হত্যার তীব্র নিন্দা এবং সন্ত্রাসী ও জঙ্গী কর্মকাণ্ড প্রতিরোধে জাতিসংঘকে আরো কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সবসময়ই সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর এই বর্বরোচিত হামলা বিশ্বের শান্তিকামী মানুষের উপর হামলারই নামান্তর। এটা কাপুরুষোচিত ও নির্মম হত্যাকাণ্ড।

শোকবার্তায় তিনি নীলকন্ঠ হাজং-এর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই ঘটনায় আহত সৈনিক সিরাজুর ইসলামের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ওএস/এএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test