E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিল্প-কারখানায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ’

২০১৫ মে ২৬ ১৮:৫১:২৩
‘শিল্প-কারখানায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ’

স্টাফ রিপোর্টার : দেশের সকল শিল্প-কারখানায় প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে একটি পরিপত্র জারি করবে শিল্প মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে আমরা ধূমপান নিবারণ করি (আধুনিক) এবং ধূমপান মাদক ও সন্ত্রাস বিরোধী জোট (ক্যাট) এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এ কথা জানান তিনি।

শিল্পমন্ত্রী বলেন, এ পরিপত্রে শিল্প-কারখানার যত্রতত্র ধূমপান নিষিদ্ধ করে ধূমপায়ীদের জন্য বাধ্যতামূলকভাবে একটি পৃথক ধূমপান কক্ষ স্থাপনের নির্দেশনা থাকবে।

তিনি বলেন, ধূমপান ও তামাকজাত পণ্য প্রতিরোধে সরকার ২০১৩ সালের এপ্রিলে সংশোধিত আকারে তামাক নিয়ন্ত্রণ আইন পাস করেছে। চলতি বছরের ১২ মার্চ এ আইনের আওতায় তামাক নিয়ন্ত্রণ বিধিমালা ২০১৫ প্রণয়ন করা হয়েছে। এর আওতায় পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় স্বার্থে তামাকজাত দ্রব্য আমদানিতে উচ্চহারে শুল্কারোপের বিষয়টি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বৈঠকে আধুনিকের সভাপতি ও বার্তা সংস্থা ইউএনবি’র চেয়ারম্যান আমানুল্লাহ খান, নির্বাহী সচিব এম এ জব্বার, সমাজ কল্যাণ সম্পাদক ড. নীনা ইসলাম, পুষ্টি বিজ্ঞানী উম্মে সালেমা ও ক্যাটের সভাপতি আলী নিয়ামত উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিল্পমন্ত্রীকে অবহিত করেন। তারা বলেন, তামাক চাষের ফলে চাষিদের স্বাস্থ্যগত ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি বহু আবাদী জমি উর্বরতা হারাচ্ছে। তারা তামাক চাষের পরিবর্তে বিকল্প অর্থকরী ফসল উৎপাদনে চাষিদের উদ্ধুদ্ধ করতে সরকারের সহায়তা কামনা করেন। একই সাথে তারা তামাকজাত দ্রব্য আমদানিতে উচ্চহারে শুল্কারোপেরও পরামর্শ দেন।

(ওএস/এএস/মে ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test