E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রাজধানীতে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিন জন আটক

২০১৫ মে ২৭ ০০:৪৫:০৯
রাজধানীতে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিন জন আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরা ও গোড়ান এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত পৌনে ১০টায় আটকের তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৪।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৪, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর সফিউল আজম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ও গোড়ানে অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভিওআপি সরঞ্জামসহ তিন জনকে আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা পর্যন্ত চলে এ অভিযান।

আটকরা হলেন নূরুল আলম শাহিন (৩৬), আব্দুল আউয়াল (২২) ও সুমন পাটোয়ারী (৩৩)।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫টি ভিওআইপি বক্স, ৩টি রাউটার, ১৪টি সিপিইউ, ১৫টি মনিটর, ৬শ’ ৯০টি বিভিন্ন মোবাইল অপারেটেরের সিম, ১শ’ ৯৯টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও ৩টি মিডিয়া কনভার্টার।

আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাব কর্মকর্তা মেজর শফিউল আজম।



(ওএস/এসসি/মে২৭,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test