E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘গারো তরুণীকে তারা পূর্ব পরিকল্পিতভাবেই ধর্ষণ করেছে’

২০১৫ মে ২৭ ১৪:১২:৪৮
‘গারো তরুণীকে তারা পূর্ব পরিকল্পিতভাবেই ধর্ষণ করেছে’

স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাইক্রোবাসে গারো তরুণীকে পরিকল্পিতভাবেই ধর্ষণ করা হয় বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করে সংবাদ সম্মেলন করে র‌্যাব। রাজধানীর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে সংস্থাটির মুখপাত্র মুফতি মাহমুদ খান সংবাদ সম্মেলনে গ্রেপ্তার বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, আটক তুষার ওরফে আশরাফ এবং জাহিদুল ইসলাম লাভলু ধর্ষণের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা জানান, গারো তরুণীকে তারা পূর্ব পরিকল্পিতভাবেই ধর্ষণ করেছে। ঘটনার শুরু হয় ১৭ মে থেকে। ঐ দিন বসুন্ধরার সিগনেট বাইন হাউজের সামনে মেয়েটির সাথে পরিচয় হয় তুষার এবং লাভলুর। ঐ দিনই কৌশলে মেয়েটির মুঠোফোন নম্বরটি নেয় তারা। তারপর ১৮ মে মেয়েটিকে কর্মস্থলে গিয়ে দেখে আসেন তুষার ও লাভলু। এরপর ২০ মে তাদের মধ্যে কথা হয়। এ সময় চাকরি নিয়েই বেশির ভাগ কথা হয় তাদের মধ্যে। তরুণীটিকে ভাল চাকরি পাইয়ে দেয়ার লোভ দেখায় তুষার আর লাভলু।

এরপর জীবন বিত্তান্ত নেয়ার কথা বলে ২১ মে মেয়েটির সঙ্গে সাক্ষাৎ করে তারা। এদিনই সন্ধ্যায় মাইক্রোবাস নিয়ে তুষার আর লাভলু বসুন্ধরায় মেয়েটির কর্মস্থলে যায়। এরপর তারা মেয়েটিকে বলে, ‘আমরা আপনাকে গাড়িতে করে উত্তরায় আপনার বাসার কাছে নামিয়ে দেবো। আমাদের মাইক্রোবাসে উঠেন।’ মেয়েটি প্রথমে যেতে না চাইলেও পরে জোরাজোরি করে হাত ধরে তুষার গাড়িতে উঠায় গারো তরুণীটিকে। এরপর ভয় দেখিয়ে তাকে প্রথমে ধর্ষণ করে তুষার। এরপর পাশবিক নির্যাতন চালায় গাড়ি চালক লাভলু। এরপর ঐ দিন রাত ১১টার দিকে মেয়েটিকে ফেলে চলে যায় তারা।

গতকাল রাতে তুষারকে কলাপাড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা। এরপর তার দেয়া তথ্য মতে লাভলুতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। এই দুইজনই সিগনেট বাইন হাউজে কাজ করতো। লাভলুর দেয়া তথ্য অনুযায়ী মাইক্রোবাসটিও উদ্ধার করা হয়েছে বলে জানায় র‌্যাব।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test