E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান’

২০১৫ মে ২৭ ১৭:০৪:৪২
‘প্রতিবন্ধীরা আমাদেরই সন্তান’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধী শিশুদের কোন মতেই প্রতিবন্ধী বলা যাবে না। এ ধরণের শিশুরা আমাদেরই সন্তান।

সমাজে একটি সাধারণ শিশুর মত এদেরও সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। বিশেষ সুযোগ সুবিধা ও স্নেহ ভালোবাসা পেলে এ ধরণের শিশুরাও তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।

বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে সেভ দ্য চিল্ড্রেনের সহযোগিতায় সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ অ্যাবিলিটি (সিএসআইডি) আয়োজনে ‘শিশুদের আনন্দ মেলা’য় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার আরো বলেন, ইতোমধ্যে প্রতিবন্ধীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে অনেক কৃতিত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিশেষ শিশুদের জন্য অত্যন্ত আন্তরিক ও তাদের ভাগ্য উন্নয়নে নিবেদিত প্রাণ। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল দেশে ও বহিঃর্বিশ্বে এসব বিশেষ শিশুদের নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং আন্তর্জাতিক বিশ্বে বিশেষ শিশুদের নিয়ে এমন সেবামূলক কাজ করার অবদান স্বরূপ নন্দিত ও পুরস্কৃত হয়েছেন।

তিনি আরো বলেন- মানুষের ভালো করার ইচ্ছা থাকলে, অসহায়দের পাশে থেকে সহযোগিতার ব্রত থাকলে সেটা করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল তাদের মাতৃত্বসুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে জাতির সামনে সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অনুষ্ঠানে আটশ’ প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী, কর্মজীবী ও পথশিশুরা অংশগ্রহণ করে। এরা সিএসআইডি পরিচালিত ২০ টি স্কুলে পড়ালেখা করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংসদ সদস্য কাজী রোজী, সিএসআইডির প্রতিষ্ঠাতা পরিচালক মনসুর আহমেদ চৌধুরী, নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, বোর্ড অব ট্রস্টি এ এইস এম নোমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test