E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিস্তায় আশার আলো

মোদির সঙ্গে বাংলাদেশে আসছেন মমতা

২০১৫ মে ২৮ ১৯:৩৭:০৫
মোদির সঙ্গে বাংলাদেশে আসছেন মমতা

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি বাংলাদেশ সফরে আসছেন।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একটি জেলা মিটিংয়ে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মমতা বলেন, বাংলাদেশে আমি যাবো। এ নিয়ে কোনো সংশয় নেই। ৬ জুন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাচ্ছেন। আমিও সঙ্গে যাচ্ছি।

মমতা বলেন, যারা ভাবছেন যে আমি বাংলাদেশে যাবো না, তাদের ধারণা ভুল। আমার যে কর্মসূচি আছে তা ঠিকই আছে।

মুখ্যমন্ত্রীর কাছে আজই (বৃহস্পতিবার) আমন্ত্রণপত্র এসে পৌঁছাবে বলেও জানা গেছে।

এছাড়া মোদির সফরসঙ্গী হিসাবে আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরাও আসবেন বলে জানা গেছে। সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরো মজুবত হবে বলে ধারণা করা হচ্ছে।

শেখ হাসিনা, নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জীর উপস্থিতিতে স্থলসীমান্ত চুক্তি পূর্ণ রূপ নেবে।

দু’দিনের সফরে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদি আলোচনা করবেন।সই করবেন বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তিতেও।

২০১৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর মোদিকে ফোন করে এবং পরে চিঠি লিখে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। সেই আমন্ত্রণেই ঢাকা সফরে আসছেন মোদি।

(ওএস/অ/মে ২৮, ২০১৫)

(ওএস/অ/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test