E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

পাইলিং ধস : ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে মামলা

২০১৫ মে ২৮ ২১:০৩:৪৩
পাইলিং ধস : ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত সুন্দরবন হোটেল সংলগ্ন পাইলিং ধসের ঘটনায় ভবন নির্মাতা প্রতিষ্ঠান ও ন্যাশনাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করেছে রাজাধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজউকের পক্ষে সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তা (অথরাইজড কর্মকর্তা, রাজউক) এ জেড এম শফিউল হান্নান বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি করেন।

কলাবাগান থানার ওসি মো. ইকবাল উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, বিল্ডিং কোড মেনে নির্মাণ কাজ না করায় নির্মাণ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

তিনি জানান, যেহেতু সেখানে বালু ভরাটের কাজ চলছে, সেহেতু আমরা এখনই কোনো অ্যাকশনে যাচ্ছি না। যেহেতু বিষয়টি জনস্বার্থ বিষয়ক, তাই আমরা মামলা নিয়ে রাখছি। পরে অ্যাকশনে যাবো।

গত বুধবার সকাল সোয়া সাতটার দিকে সুন্দরবন হোটেল সংলগ্ন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নির্মাণাধীন ভবন বিকট শব্দে ধসে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় এর চারপাশ থেকে লোকজনকে সরে যেতে বলে ফায়ার সার্ভিসের লোকজন। এর পর পরই সুন্দরবন হোটেলের অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

(ওএস/অ/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test