E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আসছে মমতা, হচ্ছে না তিস্তা চুক্তি !

২০১৫ মে ২৯ ১৩:০৮:৩৭
আসছে মমতা, হচ্ছে না তিস্তা চুক্তি !

স্টাফ রিপোর্টার : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশে এলেও তিস্তা চুক্তি সই হওয়ার কোনো সম্ভাবনা নেই। নরেন্দ্র মোদি মমতাকে কথা দিয়েছেন তার সম্মতি ছাড়া তিনি একতরফা ভাবে বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি করবেন না। এ নিয়ে সফরে কোনো কথাও বলবেন না।

তবে স্থল সীমান্ত চুক্তিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হবে সফরে। পশ্চিমবঙ্গের সঙ্গে ওইসব চুক্তির সংশ্লিষ্টতা থাকায় নরেন্দ্র মোদি মমতাকে পাশে চান ওই সময়ে।

আগামী ৬ ও ৭ জুন দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদি। মমতাসহ চার মুখ্যমন্ত্রী তার সফর সঙ্গী হচ্ছেন।

বেশ আগে থেকে এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মমতার বাংলাদেশে আসা নিয়ে একটি অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হয়েছিল গত কয়েক দিন ধরে। শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তা কেটে গেছে। নতুন করে কোনো সমস্যা তৈরি না হলে বলা যায় মমতা আসছেন মোদির সঙ্গে।

জানা যায়, কলকাতায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক সফরে তিস্তা নিয়ে করা একটি মন্তব্য মমতাকে বিগড়ে দেয়। ওই সফরে রাজনাথ শিং বলেন, খুব শিগগির তিস্তা চুক্তি হবে বলে তিনি আশাবাদী। তার এ বক্তব্য মমতাকে ক্ষুব্ধ করে তোলে। মমতা ভাবতে থাকেন, তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র তার সঙ্গে কোনো আলোচনাই করেনি। চুক্তিতে পশ্চিমবঙ্গ পানির কত শতাংশ পাবে তাও সুরাহা হয়নি। আর স্বরাষ্টমন্ত্রী বলছেন, শিগগির চুক্তি হয়ে যাবে। তিনি মোদির সঙ্গে ঢাকা গেলে চুক্তি হয়েও যেতে পারে। তাই তার ঢাকা না যাওয়ায়ই শ্রেয়।

খবরে বলা হয়েছে, মমতার এই পিছুটান বিপাকে ফেলে দেয় নরেন্দ্র মোদিকে। শেষ পর্যন্ত তাকে নতুন করে দূত্যিয়ালি করতে হয়। মোদি বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার ঢাকা সফরে অত্যন্ত প্রাসঙ্গিক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মমতাকে ঢাকা যাওয়ার ব্যাপারে প্রথম থেকেই তিনি অনুরোধ করে আসছেন। মমতা তার সফর সঙ্গী হতে রাজি হওয়ায় তিনি খুশি।

সূত্রে আরো জানা গেছে, রাজনাথের বক্তব্যে চটে যাওয়ার পর গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে মমতাকে আশ্বাস দেয়া হয়েছে, তিনি (মোদি) ঢাকায় গিয়ে তিস্তা নিয়ে কোনও কথা বলবেন না। ওই চুক্তি নিয়ে মুখ্যমন্ত্রী যখন একমত নন, তখন শুধু বাংলাদেশের কথায় তিনি চুক্তি করবেন, এটা হতেই পারে না।

রাজনাথও তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন- এই সফরেই তিস্তা চুক্তি হয়ে যাবে এমন কথা তিনি বলতে চাননি। বলতে চেয়েছেন, দু’দেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে অদূর ভবিষ্যতে এই চুক্তি হবে।

মমতাও গতকাল বলেন, তিনি তিস্তা চুক্তির বিরুদ্ধে নন। কিন্ত উত্তরবঙ্গকে বঞ্চিত করে চুক্তি করা তার পক্ষে সম্ভব নয়। মমতা জানান, তিস্তার জলপ্রবাহ খতিয়ে দেখতে কল্যাণ রুদ্রের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য।

তার ভাষ্য, অতীতে যে চুক্তিটি তৈরি করা হয়েছিল, তাতে বেশ কিছু ত্রুটি আছে। সেগুলো মুখ্যসচিব কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। তিনি নিজে বাংলাদেশে গিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার বক্তব্য জানিয়ে এসেছেন।

জানা গেছে, আগামী বছর পশ্চিম বঙ্গে রাজ্য সভার নির্বাচন। মমতার আশঙ্কা তিস্তা চুক্তি সেই নির্বূাচনে ভোটে প্রভাব ফেলতে পারে। তাই তিনি ওই পর্যন্ত এ নিয়ে অপেক্ষা করেতে চান।

(ওএস/অ/মে ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test