E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বিআরটিসিতে অনেক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে’

২০১৫ মে ২৯ ১৫:৪৪:১৪
‘বিআরটিসিতে অনেক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে’

স্টাফ রিপোর্টার : দুর্নীতি বন্ধ করার লক্ষ্যে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনো সময় আছে মানসিকতা বদলান ও জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করুন। বিআরটিসিতে অনেক অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। বাসগুলোর সেবার মান উন্নত নয়।

শুক্রবার সকালে বিয়াম মিলনায়তনে সড়ক পরিবহন বিষয়ে সরকারি কর্মতাদের এক বিশেষ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সব সময়ই বাসগুলো ময়লা- আবর্জনাপূর্ণ ও নোংরা থাকে বলে যাত্রীরা তাকে অভিযোগ করে থাকেন। বাসে ফ্যান থাকে না, লাইটও জ্বলে না। বাসগুলো লীজ দেয়ার নামে যে অনিয়ম হয় তা বন্ধ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিসি’র কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, জনগণের সেবায় যারা দায়িত্বে আছেন দুর্নীতি বন্ধ করতে সরকারকে সহায়তা করুন ও মানুষকে সেবা দিন। নিজের স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখুন, মানুষের সেবায় কাজ করুন।

তিনি বলেন, ১৪০টি দেশের জরিপে নোংরা শহরের ক্রমানুসারে বাংলাদেশের রাজধানী শহরের অবস্থান দ্বিতীয়। তা হতে পারে না। তাহলে আমাদের সরকারের আর্থ -সামাজিক উন্নয়নের সকল অর্জন ব্যর্থ হয়ে যাবে।

তিনি বলেন, বাসে-রাস্তাঘাটের ময়লা আবর্জনা নিয়ে কোনো রাজনীতি চলতে পারে না। এটা বন্ধ করুন। বিলবোর্ডের অত্যাচার থেকে ঢাকাবাসীকে রক্ষা করতে হবে। যত্রতত্র গাড়ির হর্ন ব্যবহার বন্ধ করতে হবে। আগামী ঈদে মহাসড়কে ঘরমুখো যাত্রীদের কোন দুর্ভোগ দেখতে চাই না।

কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, এখন গ্রীষ্মকাল, তারপর বর্ষা এবং বর্ষা শেষ হতে না হতেই হবে ঈদুল ফিতর। যে কারণে মহাসড়কগুলোর কোথাও মেরামত বা সংস্কার করা লাগলে এখনি করতে হবে।

মন্ত্রী বলেন, ঈদের সময় সড়ক নিয়ে বিশেষ ব্যবস্থার দরকার নেই। কোনো প্রস্তুতি মিটিংও করতে চাই না। বছরের পর বছর এই অবস্থা চলতে পারে না। সারাবছর সড়ক ভালো থাকবে এটাই চাই। কোনো কর্মকর্তা এ বিষয়ে গাফিলতি করলে তার ফল ভালো হবে না।

তিনি বলেন, এই মুহুর্তে মহাসড়কে তেমন কোনো সমস্যা নেই। তবে জেলা সড়কগুলোতে সমস্যা আছে, ঈদের আগে তা সংস্কার করতেই হবে।

বিয়ামের মহাপরিচালক ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিক ও মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/মে ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test