E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এনবিএল টুইন টাওয়ার

নির্মাণাধীন ভবনের উত্তর কোণ ফের ধসে পড়েছে

২০১৫ মে ৩০ ০৯:২৬:১০
নির্মাণাধীন ভবনের উত্তর কোণ ফের ধসে পড়েছে

স্টাফ রিপোর্টার : রাজধানীর হোটেল সুন্দরবনের একাংশ ঝুঁকিমুক্ত করতে না করতেই নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক ভবনের (এনবিএল টুইন টাওয়ার) এবার উত্তর কোণ ফের ধসে পড়েছে।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে এ ধসের ঘটনা ঘটে।

এর আগে সর্বশেষ বৃহস্পতিবার (২৮ মে) হোটেল সংলগ্ন নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক ভবনের উত্তর-পূর্ব কোণার পুরো অংশ ধসে পড়ে।

নিরাপত্তার জন্য এখনও কারওয়ানবাজার-পান্থপথ সড়ক এবং বীর উত্তম সি আর দত্ত রোডের কাঁঠালবাগান ঢাল পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

বন্ধ রাখা ওই সড়ক রবিবার সকালের মধ্যে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে কাজ করছে ন্যাশনাল ব্যাংক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

বালু ভরাটের কাজ করছে ন্যাশনাল ব্যাংক ও সিটি করপোরেশনের ৩০টি ড্রাম ট্রাক। এছাড়াও অপসারণ করা হয়েছে আশে-পাশের বিল বোর্ডগুলো।

এসব কাজ তদারকি করতে মধ্যরাতেও সেখানে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান।

তিনি বলেন, এলাকাটি ঝুঁকিমুক্ত করা ও যানবাহন চলাচলের ব্যবস্থা করতে আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি। যতদ্রুত সম্ভব ভরাট করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বহী আনসার আলী খান উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, শুক্রবার রাতেও নতুন করে ধসে পড়েছে উত্তর পাশের একটি অংশ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নির্দেশে দিনরাত অবিরাম কাজ করা হচ্ছে।

আনসার আলী বলেন, বালু ভরাট করা ছাড়া অন্য কোনো উপায়ে ধস রোধ কারা সম্ভব নয়। মেয়র সাহেবেরে প্রতিশ্রতি মোতাবেক রবিবার সকালে বন্ধ করা সড়ক উন্মুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

(ওএস/অ/মে ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test