E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীদের চাকরি বাধ্যতামূলক করার দাবি

২০১৫ মে ৩০ ১২:৪৮:২৮
ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীদের চাকরি বাধ্যতামূলক করার দাবি

স্টাফ রিপোর্টার : সরকারিভাবে চাকরির আবেদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি বেসরকারি শিল্পকারখানায় ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীদের চাকরি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
 

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বাপার পক্ষে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এবং বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন এ দাবি জানান।

ডিপ্লোমা পরিবেশ প্রকৌশল শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (বিইইএ) আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যারিস্টার জাকির হোসেনসহ সংগঠনৈর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

‘বর্তমান প্রেক্ষাপটে ডিপ্লোমা পরিবেশ প্রকৌশল সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে ঢাকা, চট্টগ্রাম, নওগাঁ, ঝিনাইদহ পলিটেকনিক এবং খুলনা মহিলা পলিটেকনিক ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীর নেতারা অংশ নেন।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ও সংবাদ সম্মেলনে সংহতি প্রকাশ করে সৈয়দ আবুল মকসুদ বলেন, পাস করা চার হাজার ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীর মধ্যে চারজনেরও চাকরির সুযোগ হয়নি, এটা শিক্ষা ব্যবস্থার গলদ।

তিনি বলেন, পড়ালেখা করার পর চাকরির জায়গা চিহ্নিত করতে হবে সরকারকে। বুয়েট থেকে যারা পাস করে বের হয়, তাদেরই শুধু চাকরির আবেদনের সুযোগ থাকবে আর ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনেরও সুযোগ থাকবে না, তা ঠিক নয়।

সৈয়দ আবুল মকসুদ বলেন, পরিবেশ বাঁচাবার জন্য পরিবেশের ওপর শিক্ষার ব্যবস্থা চালু করা হয়েছে। অথচ যথাযথ চাকরির জন্য আবেদনেরও সুযোগ নেই। এ অবস্থায় আমাদের পরিবেশ বাঁচাবে কে?

তিনি উল্লেখ করেন, যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়েও খারাপ হচ্ছে, পরিবেশ বিধ্বস্ত দেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশের সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব। কিন্তু পরিবেশ বিধ্বস্ত দেশের সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়না। তাই, দেশের ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীদের সরকারিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানে তাদের চাকরি নিশ্চিত করতে হবে।

শিল্পপ্রতিষ্ঠানে ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীদের চাকরি বাধ্যতামূলক করতে সরকারের হস্তক্ষেপ চান সৈয়দ আবুল মকসুদ।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে জানানো হয়, বর্তমানে ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী পড়ালেখা করছে। এছাড়া ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ছয়টি ব্যাচে তিন হাজারের বেশি ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলী বের হচ্ছে। কিন্তু এসব শিক্ষার্থীদের যথাযথ কাজে লাগানের সরকারি কোনো উদ্যোগ নেই।

শিক্ষার্থীদের যথাযথ কর্মসংস্থানের কোনো সুযোগ না থাকায় অন্য চাকরিতে ছুটতে হচ্ছে। এমনকি অনেক শিক্ষার্থী ফ্ল্যাক্সিলোডের দোকানেও চাকরি করছেন, যা খুবই দুঃখজনক বলে শিক্ষার্থীরা দাবি করেছে সংবাদ সম্মেলনে।

তারা দাবি করেন, চাকরির আবেদনের সুযোগ চাই। যোগ্যতা দিয়ে নিজেরাই চাকরি বুঝে নেবো।

চার দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীদের পক্ষ বলা হয়, সরকারি যে সব ক্ষেত্রে চাকরির সুযোগ আছে, সে সব ক্ষেত্রে অবিলম্বে সুযোগ সৃষ্টি, সরকারি ক্ষেত্রে উপসহকারী প্রকৌশলী হিসেবে সিভিল বিভাগের পাশপাশি পরিবেশ প্রকৌশলীদের সুযোগ সৃষ্টি, বেসরকারি ক্ষেত্রে ডিপ্লোমা পরিবেশ প্রকৌশলীদের পরিচিত করা এবং উচ্চ শিক্ষার জন্য ডুয়েট অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি-ইন-এনভায়রনেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারকেই নিতে হবে।
(ওএস/পিবি/মে ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test