E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৮৪.০২

২০১৫ মে ৩০ ১৫:৪৫:২৭
যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৮৪.০২

যশোর প্রতিনিধি : যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমেছে। এ বছর গড় পাসের হার ৮৪ দশমিক ০২ শতাংশ। গত বছরের ছিল ৯২ দশমিক ১৯ শতাংশ। একইসাথে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭হাজার ১৮১ জন। গত বছর পেয়েছিল ১০ হাজার ৯৪৪ জন।
এদিকে বোর্ড সেরা ফলাফল করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। দ্বিতীয়স্থানে রয়েছে যশোর পুলিশ লাইন স্কুল ও তৃতীয়স্থানে রয়েছে খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল (এমসিএসকে)।

এ বছর যশোর শিক্ষা বোর্ডের অধীন ১লাখ ২৯ হাজার ১শ’ জন পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৮ হাজার ১৭৫জন। এর মধ্যে মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ৬৭৬ জন। বিজ্ঞান বিভাগে ২৭হাজার ২৩৭জন ও বাণিজ্য বিভাগে ৩৭ হাজার ৩১২ জন।
যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৪শ’ ৭৩টি বিদ্যালয়ের ২শ’ ৪৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, পরীক্ষার আগে বিএনপি জামায়াতের হরতাল ও নাশকতার প্রভাব ফলাফলে পড়েছে। আতঙ্কের মধ্যে পরীক্ষায় দেয়ায় শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
(জেডএইচ/পিবি/মে ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test