E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

‘কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে’

২০১৫ মে ৩০ ১৯:১১:৫১
‘কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে’

স্টাফ রিপোর্টার : কর্মক্ষেত্রে নারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন উল্লেখ করে, দেশের সব প্রতিষ্ঠানে নারীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
 

 

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একাডেমিক কাউন্সিল ভবনে ওমেন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ওমেন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, প্ল্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর খালেদা একরাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সেলিনা আফরোজা, অধ্যাপক গোলাম রহমান ও অধ্যাপক এম. এ. রউফ।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে তুলে ধরে স্পিকার বলেন, বাংলাদেশ জেন্ডার সমতা অর্জনে অনেক দূর এগিয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার হ্রাসসহ এমডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করতে হলে সমস্যাগুলো চিহ্নিত করে কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। নারীদের জন্য অধিক কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসতে হবে।

নারীদের সব পেশায় এগিয়ে নিতে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো মোকাবিলা করে নারীর ক্ষমতায়নকে টেকসই করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

(ওএস/এএস/মে ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test