E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘আপাতত হরতাল-অবরোধ বন্ধে আইন হচ্ছে না’

২০১৫ জুন ০১ ১৮:১৬:৩০
‘আপাতত হরতাল-অবরোধ বন্ধে আইন হচ্ছে না’

স্টাফ রিপোর্টার : হরতাল ও অবরোধ বন্ধে আপতত কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এছাড়া বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে নাশকতাকারীদের বিচারের জন্য কোনো বিশেষ ট্রাইব্যুনাল হচ্ছে না বরং প্রচলিত আইনেই বিচার কার্য পরিচালিত হবে বলে জানান তিনি।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের ষষ্ঠ এবং দ্বিতীয় বাজেট অধিবেশনে মো. তাজুল ইসলাম ও সেলিনা বেগমের পৃথক দুটি প্রশ্নের জবাবে মন্ত্রী আনিসুল হক সংসদে এসব তথ্য দেন।

মো. তাজুল ইসলামের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ বন্ধ করার লক্ষে কোনো আইন প্রণয়ণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। হরতাল-অবরোধ ও বিভিন্ন প্রকার নাশকতার নামে দেশের জনসাধারণ ও তাদের জানমাল যারা ধ্বংস করেছে তাদের বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’র আওতায় এনে শাস্তির বিধান রয়েছে।

তিনি বলেন, এ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বিগত দিনগুলোতে সংঘঠিত বিভিন্ন অপরাধের জন্য সারাদেশে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিচার কাজ যাতে থেমে না থাকে, সেজন্য সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’র ২৮ ধারার ১ ও ২ উপধারার বিধান অনুযায়ী সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত একই আইনের ২৭ ধারার বিধান অনুযায়ী দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের মাধ্যমে এসব মামলার বিচার কাজ পরিচালনা করা যাবে।

‘এ জন্য ২০১৪ সালের ৯ জানুয়ারি মন্ত্রণালয় থেকে সব জেলা ও দায়রা জজকে পরিপত্র জারি করে একটি নির্দেশও দেওয়া হয়’ - জানান মন্ত্রী।

সেলিনা বেগমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের তথাকথিত অবরোধের নামে নাশকতার ঘটনায় দায়ের করা মামলাগুলো যেসব অপরাধের জন্য দায়ের হয়েছে সেসব আপরাধগুলো সুনির্দিষ্ট আইনে সন্নিবেশিত আছে এবং এগুলোর বিচারের জন্য আদালত বিদ্যমান। তাই কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই।

এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে রাজধানী ছাড়া বাংলাদেশের যে কোনো স্থানে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করতে পারেন। যেহেতু বিচার বিভাগ স্বাধীন সেহেতু উক্ত বিষয়ে নির্বাহী বিভাগের কিছু করণীয় নেই।

(ওএস/এএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test