E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘দেশের স্বার্থে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে’

২০১৫ জুন ০১ ১৮:২২:১৭
‘দেশের স্বার্থে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সাংবাদিকদের কলম অস্ত্রের চাইতেও শক্তিশালী। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার রাজধানীর আইডিবি ভবনে সাংবাদিকতার পথিকৃৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টি (জেপি) এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, মানিক মিয়া ছিলেন সাংবাদিকতার প্রাণপুরষ। তিনি আইয়ুব সরকারের অস্ত্রের জবাব দিয়েছেন তার কলমের লেখনীর মধ্য দিয়ে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া অনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে দিনের দিনের পর হরতাল-অবরোধ দিয়ে যখন মানুষ পুড়িয়ে মারছিলেন আমরা তখন শক্ত হাতে তা দমন করেছি। এ সময় সাংবাদিকদের অকৃত্রিম সহযোগিতা পেয়েছি। সাংবাদিকদের এ সহযোগিতার মানসিকতা মানিক মিয়ার আদর্শ থেকে পাওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেন, রাজনীতির নামে দেশে যখন সন্ত্রাস নৈরাজ্য চলে তখন মানিক মিয়ার কথাই বেশি করে মনে পড়ে। আমরা শৈশব, কৈশর ও যৌবনে মানিক মিয়ার লেখনী থেকে সাহস-শক্তি পেয়েছি। তার আদর্শের শক্তির ওপর ভর করে পথ চলেছি।

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেপি চেয়ারম্যান, বন ও পরিবেশমন্ত্রী এবং তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ ছেলে আনোয়ার হোসেন মঞ্জু।

(ওএস/এএস/জুন ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test