E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘অপরাধ দমনে পিছিয়ে নেই বাংলাদেশ’

২০১৫ জুন ০২ ১৪:৫৭:১৩
‘অপরাধ দমনে পিছিয়ে নেই বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার : মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে বাংলাদেশ পিছিয়ে নেই। অন্যান্য দেশের মতো বাংলাদেশও তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) মোঃ মোখলেসুর রহমান।

মঙ্গলবার গুলশানের আমারি হোটেলে ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক আন্তঃদেশীয় পুলিশি সহযোগিতা জোরদারকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি একথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মানবপাচারের সঙ্গে জড়িত তিন হাজার অপরাধীকে এ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আট জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এই অপরাধ দমনে সমুদ্র পথে নজরদারি বৃদ্ধির পাশাপাশি পুলিশ হেড কোয়াটার, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা সেল খোলা হয়েছে।

সম্প্রতি শিশুদের নিয়ে তৈরি পর্ণগ্রাফি বন্ধে বাংলাদেশ পুলিশ অস্ট্রেলিয়ান পুলিশের সঙ্গে তদন্ত করে কয়েকটি চক্রের সন্ধান পেয়েছে। সম্মেলনে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান তার বক্তব্যে মানবপাচার বন্ধে মন্ত্রণালয়ের নেয়া সমন্বিত পদক্ষেপগুলো তুলে ধরেন।

সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধ দমনে বিভিন্ন দেশের পুলিশি বাহিনীর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এএফপির চলমান কার্যক্রমসমূহ নিয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের প্রতিনিধি ক্রিস্টোফার উডস।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) কান্ট্রি ডিরেক্টর পলিন টিমেসিস।

বাংলাদেশ পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এবং ইউএনডিপির পুলিশ রিফর্ম প্রোগাম এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নেপাল, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড থেকে মানবপাচার ও অভিবাসী চোরাচালান সম্পর্কিত তদন্তে অভিজ্ঞ ৩৫ জন পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এতে অংশ নিয়েছেন।

(ওএস/এএস/জুন ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test