E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

 

 

নিমতলী ট্রাজেডির পাঁচ বছর

২০১৫ জুন ০৩ ১৬:২১:১৬
নিমতলী ট্রাজেডির পাঁচ বছর

স্টাফ রিপোর্টার : নিমতলী ট্রাজেডির পাঁচ বছর পূর্ণ হলো আজ বুধবার। তবে এ ঘটনা চার বছর পার হলেও দুঃসহ সেই স্মৃতির কথা ভুলতে পারেননি এ এলাকার বেশিরভাগ মানুষ।

 

২০১০ সালের এই দিনে পুরান ঢাকার নবাব কাটারায় কেমিকেল গোডাউনে এক ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ১২৫ জন প্রাণ হারান। গুরুতর আহত হন আরো শতাধিক মানুষ। সেদিনের কথা স্মরণ করলে আজও তারা আঁতকে ওঠেন।

সেদিন ৪৪/১ নবাব কাটরার বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল ওই রাতে। কনে রুনা ও তার বোন রীতা গিয়েছিলেন পার্লারে সাজতে। ঘরভর্তি বর ও কনে পক্ষের স্বজনেরা। বাড়ির নিচে সিঁড়ির পাশে রান্নার আয়োজন। পাশেই ছিল কেমিক্যালের গোডাউন। হঠাৎ ওই কেমিক্যালে আগুন লেগে যায়। এই আগুন বাইরে ছড়িয়ে পড়লে বাড়ির সামনেই বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই ঘটনায় আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১২৫ জন মারা যান। নিহতদের অনেককে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

এ দিনটিতে এলাকায় দোয়া, মিলাদ আর নিহত প্রিয়জনের কবর জিয়ারত করেন নিমতলীর বাসিন্দারা। নবাবকাটরায় এই ভয়াবহ অগ্নিকান্ডের পর সরকারি ও বেসরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্তদের অনেককে সহায়তা করা হয়।

(ওএস/এএস/জুন ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test