E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে স্কুলের জমিতে অবৈধ নির্মাণের চেষ্টা

২০১৫ জুন ০৪ ১৬:২০:১৯
রাণীনগরে স্কুলের জমিতে অবৈধ নির্মাণের চেষ্টা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলার ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ঘেঁসে অবৈধভাবে দোকান-ঘর নির্মাণ করছে প্রভাবশালীরা। আর এ কাজে  সহযোগিতা করার সময় বিদ্যালয়ের পিয়ন লফির মোল্লা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য আবু বক্কর মোল্লা নামে দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ বিদ্যালয় কর্তৃপক্ষ মিলে বিদ্যালয়ের উত্তর দিকের পরিত্যক্ত ভবনের পাশ দিয়ে কৌশলে প্রাচীর দিয়ে ঘিরে গোপনে দোকান-ঘর নির্মাণের কাজ চালিয়ে আসছিল। অবৈধভাবে নির্মাণকৃত এই দোকান ঘরগুলো ইতোমধ্যে মোটা অংকের অর্থের বিনিময়ে গোপনে বরাদ্দও দেয়া হয়েছে বলে জানা গেছে ।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এই সব দোকান-ঘর নির্মাণ কাজ চলছে বলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন। পরিদর্শন কালে নির্মাণ কাজে সহযোগিতা করার কারণে ঘটনাস্থল থেকে উক্ত দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেন ইউএনও মনিরুল ইসলাম পাটওয়ারী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে এই অবৈধ স্থাপনা তৈরি করার দায়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাফাতসহ উক্ত দুই ব্যক্তির নামে অবৈধ ভাবে সরকারি জায়গা জবর-দখলের একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার অপর আসামী ব্যবস্থাপনা কমিটির সভাপতি পলাতক থাকায় তাকে এখনও আটক করা যায়নি বলে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার জানান, তার অজান্তে প্রভাবশালী মহলরা দীর্ঘদিন যাবত এই সব অবৈধ দোকান-ঘর নির্মাণ করে আসছিল।
উপজেলা নির্বহী অফিসার মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয় ভবনের সরকারি জায়গা দখল করে গোপনে দোকান-ঘর নির্মাণ করার অপরাধে সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

(বিএম/পিবি/জুন ০৪,২০১৫

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test