E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

২০১৫ জুন ০৪ ১৭:১২:১০
নতুন বেতন কাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা

স্টাফ রিপোর্টার :বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৫-১৬ অর্থবছরের এ বাজেটে ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

এ সময় অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়ন সম্পর্কে বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির লক্ষ্যে আমরা বেতন ও চাকরি কমিশন, ২০১৩ গঠন করেছিলাম। আমি এই মহান সংসদে আগামী ১ জুলাই ২০১৫ তারিখ থেকে নতুন বেতন স্কেল বাস্তবায়ন শুরুর ঘোষণা দিচ্ছি। এ ক্ষেত্রে গৃহীত পদক্ষেপসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।

শুধু বেতন-ভাতাই নয়, বেতন কমিশনের সুপারিশের আলোকে সরকারি চাকরিজীবীদের কল্যাণার্থে তাঁদের নিজস্ব মালিকানায় তফসিলি ব্যাংকের আদলে ‘সমৃদ্ধি সোপান ব্যাংক’ নামে একটি বাণিজ্যিক ও উন্নয়ন ব্যাংক স্থাপনের উদ্যোগ গ্রহণের কথাও জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, প্রাথমিকভাবে চারশ কোটি টাকা পরিশোধিত মূলধন দিয়ে ব্যাংকটির যাত্রা শুরুর চিন্তাভাবনা আছে। আর এ পরিশোধিত মূলধন বিদ্যমান চাকরিজীবী ও অবসরপ্রাপ্তগণকে প্রাইমারি শেয়ার প্রদান করে সংগ্রহ করা হবে।

তবে এ বিষয়ে আরো চিন্তাভাবনার প্রয়োজন রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
ব্যাংকিং খাতের সঞ্চয়ন, সুষ্ঠু নীতিমালা ও প্রবৃদ্ধির ধারা নির্ধারণ সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাংকিং খাতের প্রচলিত কার্যক্রম এবং এই খাতের সার্বিক অবস্থান মূল্যায়ন ও বিবেচনা করার জন্য একটি ব্যাংকিং কমিশন গঠনের চিন্তাভাবনা আমাদের রয়েছে।

(ওএস/এসসি/জুন০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test