E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

 শুক্রবার সন্ধ্যায় মমতা ঢাকায় নামছেন

২০১৫ জুন ০৪ ২০:৩৮:৪৪
 শুক্রবার সন্ধ্যায় মমতা ঢাকায় নামছেন

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭ টা ২০ এ এয়ার ইন্ডিয়ার বিমানে ঢাকার উদ্দেশ্যে কলকাতা ত্যাগ করবেন । তাঁর সফরসঙ্গী হিসাবে থাকবেন রাজ্যের মুখ্য সচিব সঞ্চয় মিত্র এবং স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় ।

একই বিমানে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মকর্তা ৭ জন সাংবাদিক এবং চিত্রসাংবাদিক। তবে মমতা ব্যানার্জি তার মন্ত্রীসভার কোনও সদস্যকে সঙ্গে আনছেন না।


সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য বেশ কিছু উপহার নিয়ে আসছেন মমতা। এর মধ্যে তার আঁকা ছবি, লেখা বই ছাড়াও শাড়ি এবং কলকাতার একটি বিশেষ মিষ্টির দোকানে তৈরি লাড্ডু।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ তারিখ ঢাকা পৌঁছবেন এবং ৭ তারিখ সন্ধ্যায় দিল্লি ফিরবেন। তবে মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রীর ১২ ঘন্টা আগে ঢাকা পৌছবেন এবং ফিরবেনও ১২ ঘন্টা আগে।

মমতা ঘনিষ্ঠ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, সীমান্ত চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানেই এক ফ্রেমে নরেন্দ্র মোদির সঙ্গে মমতা ব্যনার্জিকে পাওয়া যাবে। আর কোনও অনুষ্ঠানেই একসঙ্গে থাকছেন না মমতা ব্যানার্জি।

২০১১ সালে সেপ্টেম্বর মাসে তৎকালিন ভারতের প্রধানমন্ত্রী ড মনমোহ সিংয়ের সফরসঙ্গী হিসাবে শেষ মুহূর্তে তিস্তা চুক্তির বিরোধীতায় সফরবাতিল করেন মমতা ব্যানার্জি। ওই ঘটনায় তৎকালিন প্রধানমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এবং বাংলাদেশেও এই ঘটনায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে নেতিবাচক মনোভাব তৈরি হয়। যদিও ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সময় মমতার সফরে কিছুটা হলেও হারানো ইমেজ ফিরে পেয়েছেন মমতা।

বিশেষ করে ছিটমহল চুক্তিতে মমতার সায় থামায় বাংলাদেশের মানুষ খুশি। যদিও মোদির সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে এমন টা আসা করে বুক বেধেছিলেন বাংলাদেশের মানুষ। কিন্তু তিস্তা নিয়ে কোনও আলোচনা হবে না- এমন খবর ভারতীয় গণমাধ্যম গুলোতে প্রকাশিত হওয়ায় খানিকটা নতুন করে মমতা ব্যানার্জির প্রতি মনক্ষুন্ন বাংলাদেশের সাধারণ মানুষ।

(ওএস/এসসি/জুন০৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test