E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে পর্দার অন্তরালে : পররাষ্ট্রমন্ত্রী

২০১৫ জুন ০৫ ১২:৩৫:৪৩
তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে পর্দার অন্তরালে : পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার :শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, 'মমতা আজ ঢাকায় আসছেন। তিস্তা নিয়ে আলোচনা হচ্ছে পর্দার অন্তরালে। আলোচনা এগিয়ে চলছে। তাই এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।'

মন্ত্রী বলেন, 'মোদির বাংলাদেশ সফরে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রে। বাণিজ্য চুক্তিতে নতুন কিছু উপাদান থাকছে।'মানবপাচার বন্ধে ভারত-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। এ জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ৬-৭ জুন রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসবেন। ভারতের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। সফরকালে উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্থলসীমানা নির্ধারণ-সংক্রান্ত চুক্তির ও অনুসমর্থনের দলিল বিনিময় হবে। এ ছাড়া কয়েকটি চুক্তি/প্রটোকল ও সমঝোতা স্মারক সই হবে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি, অভ্যন্তরীণ নৌ প্রটোকল, উপকূলীয় নৌ চলাচল চুক্তি, পণ্যের মান স্ট্যান্ডারাইজেশন-সংক্রান্ত সহযোগিতা চুক্তি এবং সাংস্কৃতিক বিনিময় সহযোগিতা চুক্তি।
এ ছাড়া উভয় দেশের উপকূলীয় অঞ্চল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বাহিনীর মধ্যে সহযোগিতা, মানবপাচার প্রতিরোধ, জাল নোট পাচার প্রতিরোধ, সমুদ্রভিত্তিক ব্লু ইকোনমি ক্ষেত্রে সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক সই হবে।

এ সময় ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যেও সহযোগিতা-সংক্রান্ত কয়েকটি চুক্তি/সমঝোতা স্মারক সই হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এসব চুক্তি সইয়ের ফলে আঞ্চলিক আন্তসংযোগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার হবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, সফরের সময়ে নরেন্দ্র মোদি সাভার জাতীয় স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং অটল বিহারি বাজপেয়ির পক্ষে রাষ্ট্রপতির কাছ থেকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা গ্রহণ করবেন। মোদি সফরের সময় কলকাতা-আগরতলা বাস সার্ভিস ও ঢাকা- শিলং-গুয়াহাটি বাস সার্ভিসের সূচনা হবে।

এ ছাড়া খুলনা-মংলা রেলওয়ে লাইন এবং কুলাউড়া-শাহাবাজপুর রেল সংযোগ পুনর্বহাল, শিলাইদহের কুঠির বাড়িতে রবীন্দ্র ভবন, শারদা পুলিশ একাডেমিতে একটি মৈত্রী ভবন নির্মাণ, ফেনী নদীর ওপর সেতু নির্মাণ, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের একটি পরীক্ষাগার ও একটি একটি বর্ডার হাটের উদ্বোধন করবেন। নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।

(ওএস/এসসি/জুন০৫,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test