E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘ঘরে ঘরে বিদ্যুৎ দেয়াই এ সরকারের লক্ষ্য’

২০১৫ জুন ০৫ ১৬:৩১:০১
‘ঘরে ঘরে বিদ্যুৎ দেয়াই এ সরকারের লক্ষ্য’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঘরে ঘরে বিদ্যুৎ  পৌছে দেয়াই এ সরকারের লক্ষ্য বলে মন্তব্য করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।

শুক্রবার ময়মনসিংহের নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে উপজেলার ২৫ টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই এ সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হতে যা যা করা দরকার বর্তমান সরকার তাই করছে। বিদ্যুৎ উন্নয়নের চাবিকাঠি বিশ্বের দরবারে বাংলাদেশ খুব তাড়তাড়িই উন্নত একটি দেশে পরিনত হবে।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নান্দাইল জোনের পরিচালক টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ -৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, আওয়ামীলীগ নান্দাইল উপজেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া প্রমুখ।

(ওএস/এএস/জুন ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test