E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকায় মমতার ২৪ ঘণ্টার ব্যস্তসূচি

২০১৫ জুন ০৬ ০০:৩৭:৫৬
ঢাকায় মমতার ২৪ ঘণ্টার ব্যস্তসূচি

নিউজ ডেস্ক: ঢাকায় পৌঁছেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দু’দিনের বাংলাদেশ সফরকে সামনে রেখে একদিন আগে ঢাকায় পৌঁছালেন তিনি।

শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩১ মিনিটে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার ‘এ আই ২০৩’ নম্বর উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৪ ঘণ্টার এ সফরে মমতার সঙ্গে আছেন আরও সাতজন। এদের মধ্যে রয়েছেন রাজ্য সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংবাদকর্মী।

কালো পাড়ের সাদা শাড়ি পরিহিত মমতা বিমানবন্দরে অবতরণ করলে তাকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণসহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের কর্মকর্তারা।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অভ্যর্থনা পাওয়ার পর মমতা উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, তিন মাস পর আবার দেখা হলো। আপনারা কেমন আছেন?

এসময় সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের খোঁজখবর নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিমানবন্দরের অানুষ্ঠানিকতা শেষে হোটেল রেডিসনের উদ্দেশে গাড়িতে চেপে বসেন তিনি। সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতার দ্বিতীয় বাংলাদেশ সফর। দু’দিনের সফরে নরেন্দ্র মোদির শনিবার (০৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা পৌঁছানোর কথা।

মমতার ২৪ ঘণ্টার ব্যস্তসূচি

শনিবার (৬ জুন) সকালে রামকৃষ্ণ মঠ ও মিশন পরিদর্শনের মাধ্যমে সফরের কর্মসূচি শুরু করবেন মমতা। মঠ ও মিশন পরিদর্শনের পর হোটেলে ফিরে মধ্যাহ্নভোজ সারবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপর বিকেলে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যাবেন মমতা। সেখানে স্বদেশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিনিট পনের বৈঠক করবেন তিনি। তারপর মমতা যাবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেখানে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি অনুসাক্ষর প্রত্যক্ষ অনুষ্ঠানে থাকবেন তিনি। এরপর আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে রাত ৯টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার নির্ধারিত ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন মমতা।

( ওএস/এসসি/জুন০৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test