E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের সমগ্র রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে’

২০১৫ জুন ০৯ ১৬:০১:২৫
‘দেশের সমগ্র রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদেই ঢাকা-চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের রেলপথে ডাবল লাইন নির্মাণ শেষে সেগুলো ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে।

মঙ্গলবার দুপুর ১২টায় দ্বিতীয় ভৈরব রেলসেতু প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে এসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত ডাবল লাইন নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত রেলপথে ডাবল লাইন নির্মাণ শেষে সমগ্র বাংলাদেশের রেলপথ ডুয়েলগেজে রূপান্তরিত করা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও ভারতের অর্থায়নে দ্বিতীয় ভৈরব রেলসেতুর ৪০ শতাংশ নির্মাণ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এই রেলসেতুটি নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা বর্তমান সময়ের চেয়ে দুই থেকে তিন ঘণ্টা আগেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

মন্ত্রী আরো বলেন, দ্বিতীয় ভৈরব রেলসেতু নির্মিত হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলমান ট্রেনের পাশাপাশি আরো বেশ কয়েকটি নতুন ট্রেন যুক্ত করা হবে।

পরে রেলমন্ত্রী দ্বিতীয় ভৈরব রেলসেতু প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, দ্বিতীয় ভৈরব রেলসেতুর প্রকল্প পরিচালক আবদুল হাই প্রমুখ।

উল্লেখ্য, ভারতীয় ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব ও আশুগঞ্জ অংশে মেঘনা নদীর ওপর দ্বিতীয় রেলওয়ে সেতুর নির্মাণ কাজ চলছে। ২০১৬ সালের ডিসেম্বর মাসে এই রেলসেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

(ওএস/এএস/জুন ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test