E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোলার ১০ রুটে ছোট নৌযান চলাচল বন্ধ

২০১৫ জুন ২৭ ১৬:৩২:১৪
ভোলার ১০ রুটে ছোট নৌযান চলাচল বন্ধ

ভোলা প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে সপ্তম দিনের মতো বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ ১০ রুটে ৬৫ ফুটের নিচে সব ধরণের নৌযান চলাচল।

নদী বন্দরগুলোতে ২নং সতর্ক সংকেত জারি থাকায় বিআইডব্লিটিএ এসব রুটে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৬৫ ফুটের নিচে এমএল ও এমভি টাইপের সব ধরণের অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকা রুটগুলো হলো, ভেলুমিয়া-ধূলিয়া, নাজিরপুর-কালাইয়া, ইলিশা-মজু চৌধূরীরহাট, তজুমদ্দির-মনপুরা, বেতুয়া-মনপুরা, মনপুরা-কলাতলীর চর, তুলাতলী-নোয়াখালী, মির্জাকালু-আলেকজেন্ডার, ভেদুরিয়া-লাহারহাট ও বোরহানউদ্দিন-বরিশাল।

ভোলা বিআইডব্লিটিএর পরিদর্শক (ট্রাফিক) মো. নাসিম এ বিষয়ে বলেন, আগামী রবিবার পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এদিকে, এসব রুটে নৌযান চলাচল বন্ধ থাকায় এ রুটের হাজার হাজার যাত্রী চরম বিড়ম্বনায় পড়েছেন। কেউ কেউ আবার নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল মেঘনায় ঝূঁকি নিয়ে পারাপার করছে।

অন্যদিকে, টানা পঞ্চম দিনের মতো ভোলার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। এছাড়া ভারী বর্ষণ ও লঘু চাপের প্রভাবে সৃষ্ট নিম্নচাপে নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দি জীবন কাটাচ্ছে হাজারো পরিবার।

জোয়ারের পানিতে ভোলা-লক্ষীপুর রুটের ইলিশা ফেরিঘাটের গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় ফেরিতে যানবাহন ওঠানামা বিঘ্নিত হচ্ছে।
(ওএস/পিবি/জুন ২৭,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test