E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

যাকাত ট্রাজেডির আসামিদের রিমান্ড চেয়ে আবেদন

 

২০১৫ জুলাই ১১ ১৭:০২:১২
যাকাত ট্রাজেডির আসামিদের রিমান্ড চেয়ে আবেদন
 
 
 

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে এসে শুক্রবার ভোরে পদদলিত হয়ে ২৭ জনের মৃত্যুর ঘটনায় আটকদের সাত দিনের রিমান্ড চেয়ে আবদেন করেছে পুলিশ। এ ঘটনায় ফ্যাক্টরির মালিক মো. শামীমসহ ৮ জনকে আটক করা হয়।

 

তাদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় শনিবার দুপুরে আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ১ নং আমলী আদালতের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদেরকে জেলে পাঠানোর আদেশ দিয়ে রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

কোতোয়ালী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় ওই ৮ জনের বিরুদ্ধে এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন নুরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিক মো. শামীম, ছেলে হেদায়েত, ফ্যাক্টরির ম্যানেজার ইকবাল হোসেন, আরমান হোসেন, আলমগীর কবীর, শামসুল হক, আব্দুল হানিফ ও তাদের গাড়ি চালক মো. পারভেজ।

(ওএস/এএস/জুলাই ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test