E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘ইন্টারনেট সেবা সবাইকে এক্কেবারে বিনে পয়সায় দেওয়া উচিৎ’

২০১৫ সেপ্টেম্বর ০৪ ১৪:৫৯:২০
‘ইন্টারনেট সেবা সবাইকে এক্কেবারে বিনে পয়সায় দেওয়া উচিৎ’

গাজীপুর প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গ্রাম-শহরের বৈষম্য কমাতে ইন্টারনেট সেবা সবাইকে এক্কেবারে বিনে পয়সায় দেওয়া উচিৎ। তাহলে ডিজিটাল বৈষম্য কমবে।’

গাজীপুরের বোর্ড বাজারে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) ৭ম জাতীয় আইসিটি মেলা উদ্বোধন শেষে শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে একটা কাঁচের ঘর তৈরি হচ্ছে। যেটাকে সাইবার জগৎ বলা হয়। এখন সেই সাইবার জগৎ সাইবার অপরাধীদের দ্বারা হুমকির মুখে।’

তিনি বলেন, ‘সাইবার অপরাধীদের কিভাবে আইনের মাধ্যমে এবং প্রযুক্তিগতভাবে মোকাবিলা করা যায় সেটা একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো সাইবার জগতে কিভাবে মাতৃভাষায় ইন্টারনেটের ব্যবহার কাজে লাগাতে পারি। ইন্টারনেটের বিষয়য়াদি কিভাবে মাতৃভাষায় তৈরি করতে পারি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এ চ্যালেঞ্জ দু’টির পাশাপাশি ইন্টারনেটকে সকল মানুষের কাছে এক্কেবারে বিনে পয়সায় দেওয়া উচিৎ। তাহলে গ্রাম-শহরের বৈষম্য কমবে, ডিজিটাল বৈষম্য কমবে।’

আইইউটির সম্মেলন কক্ষে আইসিটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ইমতিয়াজ হোসেন। এতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সোসাইটির চিফ প্যাট্রন প্রফেসর মো. আব্দুল মোত্তালিব ও আবু রায়হান।

মেলায় দেশের ১১টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১ হাজার ৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

(এসএএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test