E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে’

২০১৫ সেপ্টেম্বর ০৪ ১৫:১১:৩৯
‘বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি : নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘সেদিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া (শিমুলিয়া) নদী বন্দরে শুক্রবার দুপুরে স্পিডবোট ও ট্রলার চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে নৌ পরিবহনমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনা করছেন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য। তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছেন। এতে বাংলাদেশের মান মর্যাদাও বৃদ্ধি পেয়েছে।’

এ সময় পদ্মা সেতু নির্মাণ হলে বাংলাদেশের অর্থনীতিতে বিশাল পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন শাজাহান খান।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, সমুদ্র পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর এম জাকিউর রহমান ভূইয়া প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test