E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 

 

বুধবার সকালে শহীদ মিনারে রাখা হবে মহসিন আলীর মরদেহ

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১০:১৭:৪৬
বুধবার সকালে শহীদ মিনারে রাখা হবে মহসিন আলীর মরদেহ

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী বুধবার সকাল ৮টা থেকে এক ঘণ্টা তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে।
 

 

চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমাজকল্যাণ মন্ত্রী।

এদিন রাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রীর দাফন ও জানাজা সংক্রান্ত কর্মসূচি থেকে জানানো হয়, মহসিন আলীর মরদেহ মঙ্গলবার রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। মরদেহ গ্রহণ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত ১১টা ৩৪ মিনিটে রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে নিয়ে আসা হবে। এরপর রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে।

পর দিন বুধবার সকাল ৮টা থেকে এক ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে সব শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।

এরপর মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে। সেখানে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রীবর্গ, চিফ হুইপ ও সংসদ সদস্যরা শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বেলা ১২টায় হেলিকপ্টারযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মন্ত্রীর মরদেহ মৌলভীবাজারের উদ্দেশে নেওয়া হবে।

দুপুর ১টায় মৌলভীবাজার জেলা স্টেডিয়াম থেকে তার নিজ বাসভবনে মরদেহ নেওয়া হবে। এরপর ২টা থেকে ৪টা পর্যন্ত মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।

বাদ আছর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজার সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সমাজকল্যাণ মন্ত্রীর দাফন সম্পন্ন হবে।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

২০০৮ এবং ২০১৪ সালে সংসদ সদস্য হওয়ার আগে মৌলভীবাজার পৌরসভায় পরপর তিন বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন সৈয়দ মহসিন আলী।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, হুইপসহ মন্ত্রী-সংসদ সদস্যরা শোক জানিয়েছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test