E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বিঘ্নে ঈদ যাত্রার ব্যবস্থা হচ্ছে’

২০১৫ সেপ্টেম্বর ১৫ ১৪:২১:০৮
‘নির্বিঘ্নে ঈদ যাত্রার ব্যবস্থা হচ্ছে’

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদ-উল আযহায় যানজট ও জনদুর্ভোগ যেন না হয়, সেজন্য দু’টি বিকল্প সড়ক নির্মাণ, বন্ধ সেতু চালু, প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন ভিন্ন দিনে ছুটি, অতিরিক্ত বাহনের ব্যবস্থাসহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বিঘ্নে ঈদ যাত্রার ব্যবস্থা হচ্ছে।

তাই এবার আর যানজট হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ঈদে বিআরটিসি’র মোট এক হাজার ৪৩টি গাড়ি চলবে। অতিরিক্ত ৫০২টি গাড়ি ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবে এবং আরও ৬১টি গাড়ি রিজার্ভ থাকবে।

তিনি বলেন, ২২ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সাতদিন এলেনবাড়িতে বিআরটিএ’র সদর দফতরে ২৪ ঘণ্টাব্যাপী নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে।

সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে সম্মিলিত উদ্যোগে এবার নির্বিঘ্নে ঈদ যাত্রার ব্যবস্থা হচ্ছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সড়কপথে যাতায়াতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া আছে।

চন্দ্রায় নতুন বাইলেনের কাজ প্রায় শেষ উল্লেখ করে মন্ত্রী বলেন, নবীনগর ও চন্দ্রা পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। এবার আমরা চন্দ্রাকে অনেক প্রশস্ত করেছি, তিনগুণ করেছি। তবুও যান বিকল হওয়ায় যানজট হয়। দুর্ভোগের কারণ হয়।

মন্ত্রী বলেন, আগামী বৃহস্পতিবার চন্দ্রা যাবো। এরই মধ্যে একটি বাইলেনের কাজ করছি। গতকাল জেনেছি কাজ প্রায় হয়ে গেছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test