E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 শহীদ মিনারে মহসিন আলীর প্রতি শেষ শ্রদ্ধা

২০১৫ সেপ্টেম্বর ১৬ ১০:১০:৫৮
 শহীদ মিনারে মহসিন আলীর প্রতি শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার :বীর মুক্তিযোদ্ধা ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আজ বুধবার সকালে এই আওয়ামী লীগ নেতার মরদেহ মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রধান বিচারপতি এস কে সিনহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠন এবং সিলেট ও মৌলভীবাজারের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আওয়ামী লীগ নেতা মহসিন আলী। ৬৬ বছর বয়সী এই রাজনীতিবিদ নিউমোনিয়া ও হৃদরোগে ভুগছিলেন। সোমবার রাতে তার মরদেহ দেশে আনা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর তার কফিন নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে সকাল ১০টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় হেলিকপ্টার যোগে মরদেহ নেয়া হবে মৌলভী বাজারে। সেখানে আরেকটি জানাজার পর বাদ আছর তাকে দাফন করা হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে তার মরদেহ শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। রাত ১২টায় তার মরদেহ ফ্রিজিং গাড়িতে করে বাসায় নেয়া হয়। এর আগে বেলা সাড়ে ৩টায় সিঙ্গাপুরে সৈয়দ মহসীন আলীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর পর তার মরদেহ মিন্টো রোডের বাসায় রাখা হয়। বিমানবন্দরে মন্ত্রীর মামাতো ভাই হাসমত আলী জানিয়েছিলেন, প্রথমে মহসিন আলীর মরদেহ তার মিন্টু রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। তারপর তাকে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। তবে পরে মত পরিবর্তন হয়েছে। মরদেহ এখন বাসায়ই রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, গতকাল সোমবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্ত্রী সৈয়দ মহসিন আলী মারা যান। নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্টে চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেয়া হয় তাকে। সৈয়দ মহসিন আলী ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের দর্জি মহল এ এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

১৯৭১-এ ২৩ বছর বয়সে তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি যুদ্ধকালীন সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নিষ্ঠার সঙ্গে নেতৃত্ব দেন। তিনি ১৯৯৮ থেকে ২০০৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ মহসিন আলী একজন বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক ও জনদরদী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল। তিনি বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা করতেন।

(ওএস/এসসি/সেপ্টেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test