E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যত্রতত্র পশুর হাট বসতে দেওয়া হবে না’

২০১৫ সেপ্টেম্বর ১৭ ১৪:০১:০৮
‘যত্রতত্র পশুর হাট বসতে দেওয়া হবে না’

স্টাফ রিপোর্টার : রাজধানীতে নির্ধারিত পশুর হাটের বাইরে রাস্তায় বা যত্রতত্র কোনো হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন ঈদুল আযহায় রাজধানীর সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিবার নিয়ম ভেঙে রাস্তায় ও যত্রতত্র পশুর হাট বসে। এবার এ ধরনের কোনো হাট বসতে দেওয়া হবে না।

তবে এ ব্যাপারে কতভাগ সফল হব তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

পশুর হাটের নিরাপত্তায় ডিবি পুলিশ, এপিবিএনসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী যৌথভাবে তৎপর থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, প্রত্যেক পশুর হাটে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও কন্ট্রোলরুম থাকবে। ব্যবসায়ীদের জন্য মানি স্কোয়াডের ব্যবস্থা করবে পুলিশ।

পশুর হাট এলাকায় সান্ধ্যকালীন ব্যাংকিংয়ের ব্যবস্থা করতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে বলে জান‍ান আসাদুজ্জামান মিয়া।

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় বন্ধে পুলিশ তৎপর থাকবে জানিয়ে তিনি বলেন, অনেক সময় দেখা যায় পশুর মালিক বা ব্যাপারীরা এক হাটে যেতে চাইছেন কিন্তু পথে তাকে জোর করে অন্য হাটে নিয়ে যাওয়া হয়। এবার এরকম হতে দেওয়া হবে না।

রাজধানীর বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, সবগুলি টার্মিনালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা রক্ষায় তৎপর থাকবে। লঞ্চগুলি ঝুঁকিপূর্ণভাবে যেন যাত্রী না নেয় তা তদারকি করা হবে। ঘাট ছাড়াও নদী পথেও নৌ-পুলিশ নিয়োজিত থাকবে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০১৫)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test