E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়লা-আবর্জনায় সৌন্দর্য নষ্ট হচ্ছে কুড়িল ফ্লাইওভারের

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৪:২৭:৪৪
ময়লা-আবর্জনায় সৌন্দর্য নষ্ট হচ্ছে কুড়িল ফ্লাইওভারের

হাবিবুর রহমান :  প্রতিদিন দশ থেকে পনেরো ট্রাক ময়লা-আবর্জনার স্তপ রেখে ধ্বংস করা হচ্ছে, দেশের সবচেয়ে সৌন্দর্যময় ও আকর্ষণীয় কুড়িল ফ্লাইওভারের চারপাশ।

তিনশত ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত ফ্লাইওভারের চারপাশ রাস্তা জুড়ে ময়লা-আবর্জনা রাখা হচ্ছে প্রতিনিয়ত। আর এতে একদিকে বিশ্বরোডে সৃষ্টি হচ্ছে ছোট বড় যানজট আর অন্যদিকে ময়লার দুর্গন্ধে পথচারীসহ যানবাহনের আরোহীদের পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ ও মহা যন্ত্রনা।

দায়িত্বে থাকা সুপারভাইজার সোহেল জানান, ময়লা রাখার মত কোন স্থান না পাওয়ায় উত্তর সিটি কর্পোরেশন থেকে তাদের নির্দেশ দিয়েছে ফ্লাইওভারের নিচের জায়গাটি রাখতে।

সরেজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নিচে নিকুঞ্জের দিকটায় ময়লা-আবর্জনা রাখার মত কোন ভাগাড় নেই। এখানে সেখানে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফ্লাইওভারে ওঠার শুরুতেই প্রায় একশ মিটার রাস্তার অর্ধেকই দখল করে নিয়েছে সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনায়।

ময়লা বহনকারী ট্রাক ড্রাইভার ইউসুফ আলী জানান, ১৭ নং ওয়ার্ডের কুড়িল, দক্ষিন কুড়িল, সেওড়া,কালা চাঁদপুর,নর্দ্দা, চৌরাস্থা,কাজীবাড়ি, কুরাতলি, ঘাটপাড় এসব এলাকার সব ময়লা রাখার আগে নির্ধারিত স্থান ছিল কাজীবাড়ি। আর বর্তমানে ফ্লাইওভারে দুই জায়গায় রাখা হয় (নিকুঞ্জের অংশসহ)।

ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রতিদিন কয়েক দফায় রাস্তার ওপর ময়লা ফেলার কারণে এবং দীর্ঘক্ষণ ধরে এসব ট্রাকে বোঝাই করার কারণে রাস্তার পুরোটাই বন্ধ হয়ে যানবাহনের দীর্ঘ জটলা তৈরি হচ্ছে।

এলাকাবাসী জানান, এ বিষয়ে বিভিন্নভাবে সিটি কর্পোরেশনের কাছে বারবার অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না এবং সব জেনে শুনে গভীর ঘুমে বিভোর রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তাব্যক্তিরা।

ভ্যানগাড়িতে ময়লা নিয়ে আসা হেলাল মিয়া জানান, এতো সুন্দর জায়গায় ময়লা ফেলতে আমাদেরও খারাপ লাগে। কিন্তু আমাদের তো কিছু করার নাই। সিটি কর্পোরেশনের জায়গা পায়না আর তারা যেখানে বলে আমরা তো সেখানেই ফেলবো।

কলেজ ছাত্র সজিব জানান, রাস্তার পাশে ময়লা সারা দিন পড়ে থাকে। ফলে ময়লা পচে অসহনীয় দুর্গন্ধ তৈরি হয়। নাকে রুমাল দেয়া ছাড়া এখান দিয়ে যাওয়া যায় না। আর প্রসাশনকে অভিযোগ করলে তারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test