E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোমবার থেকে রাজধানীর পশুর হাটে থাকবে ৭টি ভ্রাম্যমাণ আদালত

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৫:১৮:৪৫
সোমবার থেকে রাজধানীর পশুর হাটে থাকবে ৭টি ভ্রাম্যমাণ আদালত

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর হাটগুলোতে নানা কৌশল অবলম্বন করে ‘ভয়ঙ্কর’ মৌসুমি অপরাধীরা মাঠে নামতে পারে বলে আশঙ্‌কা পুলিশের।

অজ্ঞানপার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল টাকা ব্যবসায়ী ও চাঁদাবাজরা সক্রিয় থাকবে বিভিন্ন ছদ্মবেশে। এসব চক্র দমনে গোয়েন্দা পুলিশের পাশাপাশি সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রাজধানীতে থাকবে ভ্রাম্যমান আদালত। সোমবার থেকে কাজ শুরু করবে তারা।

ঈদের বাজারে মানুষকে প্রতারিত করতে নিত্যনতুন কৌশলে নেয় প্রতারকরা। অনেক ক্ষেত্রে পেশাদার অপরাধীরাও ঈদ মৌসুমে টাকা কামাতে মৌসুমি অপরাধী সেজে মাঠে নামে। আর এদের ঠেকাতে কাজ করছে পুলিশ। ডিএমপির মিডিয়া কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার সংস্থাটির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টি কিংবা অন্য কোনো প্রতারণার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্যই রাজধানীতে ভ্রাম্যমান আদালত বসানো হবে।’

ঈদুল আযাহাকে সামনে রেখে ঢাকা মহানগরে ২৩টি হাটের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১০টি দক্ষিণ ও ৭টি উত্তর সিটি কর্পোরেশনে। বাকি ৬টি ঢাকা জেলার বিভিন্ন স্থানে। আর এই হাটগুলোতে সংঘটিত বিভিন্ন অপকর্ম রূখতে আগামী সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পূর্বাচলমুখী সড়কের বাংলাদেশ পুলিশের হাউজিং জমি ও তার সংলগ্ন এলাকায় পশুর হাট, উত্তরার ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী খালি জমিতে নির্মিত হাট এবং খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জমিতে বাসানো হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারি কমিশনার (ভূমি) বদিউল আলম।

মিরপুর সেকশন-৬, ওয়ার্ড -৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জমিতে নির্মিত হাট, মিরপুর ১১, ওয়ার্ড ৫ এর ভাইনিয়া বাধ সংলগ্ন খালি জমিতে নির্মিত হাটে ভ্রাম্যমান আদালেতর নির্বাহী ম্যাজিস্টেটের দায়িত্ব পালন করবেন সহকারি কমিশনার (ভূমি) খন্দকার মু. মুশফিকুর রহমান।

গাবতলী পশুর হাট (স্থায়ী), এবং রায়ের বাজার কবরস্থান সংলগ্ন পুলিশে লাইনের খালি জমিতে নির্মিত হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারি কমশিনার (ভূমি) মো. মুশফিকুর রহমান।

দক্ষিণ সিটি কর্পোরেশনের সাদেক হোসেন খোকা মাঠ, ধূপখোলা ইস্ট এন্ড ক্লাব মাঠ, উত্তরা শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, বাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ এবং পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গাতে নির্মিত হাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারি কমিশনার (ভূমি) ফারুখ আহম্মেদ।

খিলগাঁগ মেরাদিয়া বাজার, ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, লালবাগের মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠের আশপাশ এলাকা এবং কামরাঙ্গীচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় এলকায় নির্মিত পশুর হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন সহকারি কমিশনার (ভূমি) রকিবুর রহমান খান।

এছাড়া ঢাকা জেলা নিয়ন্ত্রণে ৬টি কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণে থাকছে দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন, সহকারি কমিশনার (ভূমি) মোসাদ্দেক মেহেদী ইমাম এবং সহকারি কমিশনার (ভূমি) আসিফ ইকবাল।

ডিএমপি কমিশনার জানিয়েছে, রাজধানীতে নির্ধারিত স্থানের বাইরে কোরবানির পশু বেচা-কেনা যাবে না। এর বাইরে রাস্তার ওপরও পশুর হাট বাসানো যাবে না। কেউ এই আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ভ্রাম্যমাণ আদালত।

তিনি বলেন, ‘ঢাকায় দুই কোটি মানুষের বসবাস। গরুর চাহিদা অনেক বেশি। বাস্তবতার কারণে অনেকসময় সম্পূর্ণভাবে ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট চাইলেই সমস্যা সমাধান হয়তো করতে পারবে না। তবে বছরের পর বছর এভাবে চলতে পারে না। তাই এবার আমরা শুভ সূচনা করতে চাই। আর এর জন্য সবার সহযোগিতা দরকার।’

পুলিশ জানিয়েছে, ‘প্রত্যেকটি পশুর হাটে থাকবে সিসিটিভি ক্যামেরা, জাল টাকা চিহ্নিত করার যন্ত্র ও ওয়াচ টাওয়ার। তাছাড়া ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।’

হাটে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মহানগর গোয়েন্দা পুলিম (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও র্যা বের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরাসহ পুলিশের কন্ট্রোল রুম থাকবে। হাটের আশপাশের ব্যাংকগুলোকে নিরাপত্তা দেয়ার কথা জানান কমিশনার।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৫)



পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test