E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ জানতে হবে’

২০১৫ সেপ্টেম্বর ১৮ ১৮:০৪:১১
‘নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ জানতে হবে’

চাঁদপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ জানতে হবে। যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন, তারাই খুব কঠিন সময়ের মধ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠা করেছেন।

শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখা আয়োজিত সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৩৭ বছর আগে এই সংগঠনের প্রতিষ্ঠা। তখন স্বাধীনতা ছিলো হুমকির মুখে। বঙ্গবন্ধুর নাম মুখে নেওয়া যেত না। ঠিক ওই সময় বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত সাংস্কৃতিক ব্যক্তিরা এই সংগঠনের যাত্রা শুরু করেন। আমার বিশ্বাস এ সংগঠনের মাধ্যমে পরবর্তী প্রজন্ম যুগ যুগ ধরে বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাবে।

সংগঠনের জেলা শাখার আহ্বায়ক জাফর ইকবাল মুন্নার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভপতি ও জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বক্তব্য রাখেন।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুল ইসলাম মন্টু পাটওয়ারী, বিশিষ্ট চিকিৎসক ডা. জে আর ওয়াদুদ টিপুসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test