E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন

ওবামার  বিভিন্ন কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১২:০১:১৯
ওবামার  বিভিন্ন কর্মসূচিতে থাকছেন প্রধানমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক :জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে ৬০ সদস্যের প্রতিনিধি দল থাকছেন। এছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ এই দলে আরো থাকছেন প্রধানমন্ত্রীর ৫৫ জনের সার্ভিস স্টাফ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন প্রধানমন্ত্রীর এই ছয় দিনের সরকারি সফরের কর্মসূচি চূড়ান্ত করেছে।
 

শুক্রবার বিকেলে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া অভ্যর্থনা সভায় যোগদান, চীনের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মান চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। এ ছাড়া প্রায় ৩০টির মত সভা, সেমিনার, সিম্পোজিয়ামে তিনি অংশ নেবেন। এছাড়া ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় নিউইয়র্কের হোটেল হিলটনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় যোগ দেবেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, কৌশলগত দিক থেকে এবারে সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়াও প্রধানমন্ত্রীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অভ্যর্থনা সভায় যোগদান এবং চীনের রাষ্ট্রপতি শি জিংপিং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক।

ড. মোমেন বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে ফলপ্রসু ভূমিকা নেয়ায় ওবামা সরকার বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন। প্রেসিডেন্ট ওবামা তার এবারের অভ্যর্থনা সভায় যোগদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে দূত পাঠিয়ে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া চীনের সঙ্গে উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সরকারের ৬’শ চুক্তি হয়েছে। সেসব চুক্তির বিভিন্ন দিক নিয়ে দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান একান্ত আলোচনায় মিলিত হবেন। জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ আগামী ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহে এবং ঐকান্তিক প্রচেষ্টায় ভারত, মায়ানমারসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ এযাবতকালে সবচেয়ে বেশি সুসম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছে।

সংবাদ সংম্মেলনে ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও উপস্থিত ছিলেন ইকোনিমিক মিনিস্টার বিডি মিত্র, স্থায়ী মিশনের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আক্তারুজ্জামান, কাউন্সিলর মুজিবুল হক, প্রথম সচিব (প্রেস) বিজন লাল দেব, প্রেস সহকারি এরশাদুল আলম প্রমুখ।

(ওএস/এসসি/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test