E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শতভাগ কাজ না হওয়ায় সম্পূর্ণ যানজটমুক্ত করা সম্ভব না’

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৫:৩৩:৫১
‘শতভাগ কাজ না হওয়ায় সম্পূর্ণ যানজটমুক্ত করা সম্ভব না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আগে মহাসড়কগুলো শতভাগ যানবাহন চলাচল উপযোগী করে তোলা যায়নি। সে কারণে সম্পূর্ণ যানজটমুক্ত করা সম্ভব হবে না।’

নারায়ণগঞ্জের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় শনিবার দুপুরে মন্ত্রী এ কথা বলেন।

পরিদর্শনের সময় সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এবার ঈদে মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হয়নি। মহাসড়কগুলোতে নসিমন করিমন চলতে না দেওয়ায় সড়ক দুর্ঘটনা কমে গেছে বলে দাবি করেন মন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিদেশে অবস্থানের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশে বসে দেশের অভ্যন্তরের রাজনীতি পরিবর্তন করা সম্ভব নয়। দেশের রাজনীতিতে পরিবর্তন করতে হলে দেশে থেকেই সেটা করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি রাজনীতি এখন কতটা বেহাল অবস্থায় আছে এটা তারই বহিঃপ্রকাশ।’

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test