E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নৌপথের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হয়েছে’

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৭:২৭:৪৮
‘নৌপথের নিরাপত্তায় পদক্ষেপ নেওয়া হয়েছে’

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘ঈদে মানুষ যাতে নিরাপদে বাড়ি যেতে পারেন, সে ব্যবস্থা নিয়েছে সরকার।’

জেলার শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নৌমন্ত্রী জানান, ফেরিঘাটের পাশাপাশি প্রতিটি নৌঘাটে পুলিশ, আনসার, র‌্যাব, নৌপুলিশ, হাইওয়ে পুলিশসহ কোস্টগার্ড বিশেষ নিরাপত্তা দিবে।

শাজাহান খান বলেন, ‘যাত্রীসেবা নিশ্চিত করতে ঈদের আগে ৫ দিন ও পরবর্তী ৭ দিন এ সেবা দিয়ে যাবে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।’

এ ছাড়া নৌ-নিরাপত্তার পাশাপাশি যাত্রীরা রাস্তারও নিরাপত্তা পাবেন বলে জানান তিনি।

লঞ্চে অতিরিক্ত যাত্রী বহনে হুঁশিয়ারি দিয়ে নৌমন্ত্রী বলেন, ‘কোনো অবস্থাতেই লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করতে দেওয়া হবে না। প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন লঞ্চে গুনে গুনে যাত্রী তুলবে। অতিরিক্ত যাত্রী বহনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অতিরিক্ত যাত্রীর চাপ হলে ফেরিতে তাদের পারপার করা হবে।’

এদিকে ২১ সেপ্টেম্বরের মধ্যে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের খনন কাজ শেষ হলে আর কোনো সমস্যা হবে না বলেও জানান নৌমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডোর মোজাম্মেল হক, মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন প্রমুখ।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test