E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় নদী দখলমুক্ত করতে হবে’

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৭:৪০:৩৭
‘বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় নদী দখলমুক্ত করতে হবে’

স্টাফ রিপোর্টার : নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় এবং পরিবেশ সংরক্ষণের জন্য ঢাকা ও এর আশেপাশের নদীগুলোকে দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার সকাল পৌনে ১০টায় সদরঘাটের বাদামতলীতে বিআইডব্লিউটিসির (অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন) ঘাটে রাজধানী ঢাকার চারপাশে প্রাচীন স্থাপত্য ও নদ-নদী পরিদর্শন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি এ কর্মসূচির আয়োজন করেছে।

উদ্বোধনের পর বাদামতলী ঘাট থেকে ওয়াটার বাসে এ পরিদর্শন কর্মসূচি শুরু হয়। অর্ধশতাধিক গবেষক, স্থপতি, শিল্পী, সংস্কৃতি ও পরিবেশকর্মী, সাংবাদিক ও আলোকচিত্রী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। দুপুর ২টা নাগাদ ওয়াটার বাসটি নারায়ণগঞ্জ নৌ-বন্দরে পৌঁছেছে।

বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদী এলাকা পরিদর্শন শেষে পুনরায় বাদামতলী ঘাটে শেষ হবে কর্মসূচি।

যাত্রা পথে ঢাকার প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য পাগলাপুল ও মন্দির, ইদ্রাকপুর দুর্গ, হাজীগঞ্জ দুর্গ, মরিয়ম মাজার ও মসজিদ, সোনাকান্দা দুর্গ ও কদম রসুল দরগাহসহ নদী তীরবর্তী বিভিন্ন প্রাচীন স্থাপত্য সরেজমিন পরিদর্শন করছেন অংশগ্রহণকারী।

কর্মসূচির উদ্বোধক ও ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির চেয়ারম্যান আ আ ম স আরেফিন সিদ্দিক নদীর পরিচর্যা প্রয়োজন উল্লেখ করে বলেন, আমাদের দেশে ব্যক্তিগত প্রয়োজনে নদী দখল করা হয়, যা একেবারেই অগ্রহণযোগ্য। নদী দখল করে ভবন গড়ে উঠেছে। ময়লা-আবর্জনা ফেলার কারণে নদী দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য রক্ষায় ও পরিবেশ সংরক্ষণের জন্য ঢাকা ও এর আশেপাশের নদী গুলোকে দখলমুক্ত করতে হবে।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়, তাদের এ উদ্যোগ শুধু প্রাচীন স্থাপত্য সন্ধানই নয়, জনসচেতনতাও বাড়াবে।

এসময় ঢাবি উপাচার্য নদীপথকে গতিশীল করতে সরকারের বাস্তবভিত্তিক কর্মকাণ্ডের দ্রুত বাস্তবায়ন দাবি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি ও স্থাপত্য কমিটির চেয়ারম্যান ড. আবু সাইদ এম আহমেদ, সাংবাদিক মুরশেদ আলী খান, অনুবাদক ও গবেষক মাওলানা মুহাম্মদ নুরুদ্দিন ফতেহপুরী প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ফটোসাংবাদিক জয়িতা রায়।

রাজধানী ঢাকার প্রাচীন স্থাপত্য নিয়ে গ্রন্থ ও প্রতিবেদন তৈরি এবং প্রকাশের কাজ করছে স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবার ভিত্তিতে পরিচালিত হচ্ছে প্রাচীন স্থাপত্য গ্রন্থনার কাজটি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test