E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

২০১৫ সেপ্টেম্বর ২১ ১৪:০৪:৫৬
ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ রিপোর্টার : ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে তা আধঘণ্টা পিছিয়ে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহের সামগ্রিক প্রস্তুতি নিয়ে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন, ধর্মমন্ত্রণালয়, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মেয়রের (ডিএসসিসি) বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধান জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। তার বিকল্প হিসেবে থাকবেন মুফতি ওয়াহিদুজ্জামান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন এ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল, সচিব খান মো. রেজাউল করিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব কামরুল হাসান খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার রেজাউল করিম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ আরো অনেকে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test