E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের নিরাপত্তায় রাজধানীতে থাকবে ১২ হাজার পুলিশ

২০১৫ সেপ্টেম্বর ২৪ ১৪:০৯:০৩
ঈদের নিরাপত্তায় রাজধানীতে থাকবে ১২ হাজার পুলিশ

স্টাফ রিপোর্টার :ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ১২ হাজার পুলিশ সদস্য পোশাক ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদ ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ঈদে আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররম মসজিদ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া অন্যান্য বাহিনীর সঙ্গে সোয়াট দায়িত্ব পালন করবে। যে সকল স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সেখানে পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরাও সতর্ক অবস্থানে থাকবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, মৌসুমি চামড়া ব্যবসায়ীদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। তাদের যেকোনো ধরনের হুমকি ও পেশিশক্তির প্রয়োগ দমন করা হবে। চামড়া যাতে দেশের বাহিরে পাচার হতে না পারে সে জন্য রাজধানীর বহির্গমনের ১২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের চেক পোস্ট ও মোবাইল টিম টহল দায়িত্ব পালন করছে। পাশাপাশি র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। এ ছাড়াও রাজধানীর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করবে বলেও জানান ডিএমপি কমিশনার।


(ওএস/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test