E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্ষমা চাইলেন ওবায়দুল কাদের

২০১৫ সেপ্টেম্বর ২৪ ১৬:৪৯:০৪
ক্ষমা চাইলেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার দুপুরে  নবীনগর-চন্দ্রা মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শনে গিয়ে যানজট নিরসনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে ঘরমুখো মানুষের কাছে ক্ষমা চেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় যানজট পরিস্থিতির জন্য ফিটনেস বিহীন যানবাহনকে দায়ী করে মন্ত্রী বলেন, পরিবহন খাতের নেতারা তাদের কথা রাখেননি। ফিটনেস বিহীন ও ভারী যানবাহন সড়কে চলবে না বলে কথা দিলেও সেই সব গাড়ি চলছে। আমার কাছে যে তথ্য এসেছে তা হল- শুধু নবীনগর-চন্দ্রা মহাসড়কেই ১৯টি ফিটনেস বিহীন যানবাহন অচল হয়েছে।

যে কারণে আজ মানুষের এত দুর্ভোগ। মহাসড়ক উপযুক্ত। পুলিশও দিনরাত খেটে যাচ্ছে। কিন্তু এরপরও আমি হতাশ। নিজেকে আজ বড় অসহায় মনে হচ্ছে।ঘণ্টার পর ঘণ্টা ঘরমুখো হাজারো মানুষ নবীনগর-চন্দ্রা মহাসড়কে আটকে রয়েছেন।আমি জানি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমি এটি সহ্য করতে পারি না।মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর রাস্তাঘাটে খেটে যাচ্ছি। কিন্তু ফলাফল ভাল পাচ্ছি না। কিছু কিছু জনপ্রতিনিধির অসাধুতার কারণেও যানজট সৃষ্টি হয় বলে অভিযোগ করেন মন্ত্রী।

তিনি বলেন ,চন্দ্রা পয়েন্টে কয়েকটি বাইপাস নির্মাণ করেছি। এবারের এই পরিস্থিতি থেকে আরো শিক্ষা পেলাম। হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আগামীতে যেন এমন পরিস্থিতি না হয় আমি সেটি চেষ্টা করব।

(ওএস/এসসি/সেপ্টেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test