E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের দিনেও বিমর্ষ এরশাদ

২০১৫ সেপ্টেম্বর ২৫ ১৪:১৩:৫৭
ঈদের দিনেও বিমর্ষ এরশাদ

স্টাফ রিপোর্টার : দেশের সার্বিক পরিস্থিতিতে নিজের মন ভালো নেই বলে জানিয়েছে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘আজ রাজন-রাজিবের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে ওদের মায়ের আহাজারির কথা। আজ ঈদের দিনে রাজনের মা, রাজিবের মা সন্তানের জন্য অপেক্ষা করছে। কিন্তু ওরাতো আর ফিরে আসবে না। এসব ভেবে আমরা মন ভালো নেই।’

শুক্রবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় আগে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি একথা বলেন। জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, ‘আমার বলার কিছু নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সেবা করতে করতে পারি। বারবার এখানে ঈদে ছুটে আসতে পারি।’

এ সময় এলজিআরইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, মহানগর জাপার আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঈদগাহ্ মাঠ থেকে শুভেচ্ছা বিনিময় শেষে মুন্সিপাড়া কবর স্থানে যান এরশাদ। সেখানে তার মা-বাবা-ভাইসহ পরিবার পরিজনের কবর জিয়ারত করেন।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test