E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

`পরিস্কার না হওয়া পর্যন্ত বর্জ্য অপসারণ কাজ চলবে'

 

২০১৫ সেপ্টেম্বর ২৫ ১৬:০৩:০৭
`পরিস্কার না হওয়া পর্যন্ত বর্জ্য অপসারণ কাজ চলবে'
 

স্টাফ রিপোর্টার :ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ,পরিস্কার না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলবে বলে জানিয়েছেন ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটায় রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের পাশে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

সাঈদ খোকন বলেন, কোরবানির বর্জ্য দিনের মধ্যেই পরিস্কার করা হবে। তবে যে সমস্ত জায়গায় গরুর হাট বসেছিলো সে সমস্ত জায়গার বর্জ্যগুলো পরিস্কার করা একটু কষ্টকর হচ্ছে। তারপরও এটা ভালোভাবে পরিস্কার করা হবে।

মেয়র বলেন, পরিস্কার করার পরও যদি কারও বাসার সামনে বর্জ্য থাকে তাহলে সিটি করপোরেশনের ওয়েবসাইটে অভিযোগের সুযোগ রয়েছে। অভিযোগ পাওয়ার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২৮টি নির্ধারিত স্থানে নগরবাসী কোরবানি দেননি এ প্রশ্নের জবাবে মেয়র বলেন, নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিলো না। নগরবাসী যে যার বাড়ির আঙ্গিনায় কোরবানি দিতে পারবেন। নগরবাসীকে সম্পৃক্ত ও সচেতন করতে চাই। পর্যায়ক্রমে যেন সবাই এক জায়গায় কোরবানি দিতে পারেন। সিটি করপোরেশনের এ উদ্যোগ প্রতি বছরই থাকবে।

(ওএস/এসসি/সেপ্টেম্বর২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test