E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত শহর হবে ময়মনসিংহ

২০১৫ সেপ্টেম্বর ২৫ ১৮:৫১:১০
৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্যমুক্ত শহর হবে ময়মনসিংহ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ময়মনসিংহ পৌরসভা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকেই পৌরসভার ২১টি ওয়ার্ডের বেশ কয়েকটি এলাকায় বর্জ্য অপসারণের কাজও শুরু করেছে পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা টিম। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতের মধ্যে শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো.ইকরামুল হক টিটু।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের দিন শুক্রবার দুপুরে শহরের জুবলিঘাট এলাকা থেকে ফিনাইল মিশ্রিত পানি ছিটানোর মধ্য দিয়ে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান। সঙ্গে ছিটানো হচ্ছে পর্যাপ্ত ব্লিচিং পাউডার।

শহরের চরপাড়া, বড় বাজার, ছোট বাজার, কাঁচিঝুলি, স্বদেশী বাজারসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রথমে দূষণমুক্ত করার কাজ চলবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য পাড়া-মহল্লায়ও বর্জ্য অপসারণের কাজ চলবে বলে জানান মেয়র।

মো: ইকরামুল হক টিটু আরও জানান, ঈদের আগে পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা টিমের প্রায় তিনশ’ সদস্য কাজ করছেন। এর পাশাপাশি মাঠে নামানো হয়েছে আরো বেশ কয়েকটি বিশেষ টিম।

ময়মনসিংহ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার জানান, এরই মধ্যে পরিচ্ছন্নতা বিভাগের তৎপরতা শুরু হয়ে গেছে। ঈদের পরদিন দূষণমুক্ত এক পরিচ্ছন্ন শহর দেখতে পাবেন বাসিন্দারা।

শহরের জুবলিঘাট এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলাম জানান, কোরবানির পর পরই রাস্তা ও ড্রেনের পাশের রক্ত ধুয়ে ফেলা হয়েছে।

ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম জানান, ঈদের দিন দুপুর থেকেই কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বেশ কয়েকটি এলাকায় এরই মধ্যে ব্লিচিং পাউডার ছড়ানো হয়েছে।

(ওএস/পি/সেপ্টেম্বর ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test