E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'অস্ট্রেলিয়া দল আসবে কিনা সিদ্ধান্ত দেবে দেশটির সরকার'

২০১৫ সেপ্টেম্বর ২৮ ১৯:১৬:৩১
'অস্ট্রেলিয়া দল আসবে কিনা সিদ্ধান্ত দেবে দেশটির সরকার'

স্টাফ রিপোর্টার : অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রতিনিধি দলকে জানানো হয়েছে, বাংলাদেশ তাদের ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। তারা আমাদের সব রকম পরিকল্পনা জেনেছেন এখন সিদ্ধান্ত দেশটির সরকারের বলে জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেড কোয়ার্টারে প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বেনজীর আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ক্রিকেট টিমকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। কোনো আশঙ্কা নেই। বাংলাদেশ এ পর্যন্ত ৭৫টি আন্তর্জাতিক সিরিজের আয়োজন করেছে। কোনো অঘটন ঘটেনি। এবারও কোনো সমস্যা হবে না।

বেনজীর আহমেদ বলেন, আমরা আশা করছি এই আয়োজনে কোনো প্রকার অঘটন ঘটবে না। এর আগেও বাংলাদেশ বহু সাফল্যজনক ক্রিকেট সিরিজ আয়োজনের নজির রেখেছে।

‘তারা শুধুই প্রতিনিধি দল, তারা সব জেনেছেন। এখন তাদের মূল কাজ অস্ট্রেলিয়া সরকারকে এসব বিষয়ে জানানো। সেই ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে দেশটির সরকার’ যোগ করেন র‌্যাব ডিজি।

বৈঠকে নিরাপত্তার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পক্ষ থেকে পাঁচজন ছিলেন। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন দুইজন। নেতৃত্ব দেন শন ক্যারল।

(ওএস/অ/সেপ্টেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test