E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবি টিআইবির

২০১৫ সেপ্টেম্বর ২৮ ১৯:১৯:০৫
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবি টিআইবির

স্টাফ রিপোর্টার : ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নবিদ্ধ দাবি করে তা বাতিল ঘোষণা ও স্বচ্ছতার সঙ্গে পুনরায় গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সোমবার বিকেলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

সেই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছে দুর্নীতিবিরোধী এ আর্ন্তজাতিক সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের মেধা বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধের সকল সম্ভাবনারোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় টিআইবি।

বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত দিনের আগের রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়ার তথ্য বিভিন্ন জাতীয় দৈনিকে প্রমাণসহ প্রকাশিত হয়।

এরপর তড়িঘড়ি করে পরীক্ষা অনুষ্ঠিত করা, ফলাফল প্রকাশ, ফলাফল বাতিলের দাবি অগ্রাহ্য করা এবং প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ অভিযুক্তদের র্যাব কর্তৃক গ্রেফতার করা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর উপস্থিতিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে বলে যে দাবি করেছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সরকারের একাংশের এ অবস্থান প্রকৃতপক্ষে দোষীদের সুরক্ষা দেওয়া এবং অনিয়ম প্রশ্রয় দেওয়ার সমতুল্য বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ড. ইফতেখারুজ্জামান আরো বলেন, এর ফলে দেশে মেডিকেলসহ উচ্চ শিক্ষার মান উদ্বেগজনকভাবে পদদলিত হবে, যার দায় সরকারকেই বহন করতে হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসসহ অন্যান্য পাবলিক পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনারোধে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে শিক্ষার গুণগত মান রক্ষা জরুরি হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অস্বীকার করার সংস্কৃতি পরিহার করে যে কোনো ধরনের ভয়-ভীতি ও করুণার ঊর্ধ্বে উঠে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে বলেও মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক।

ড. ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির পক্ষ থেকে মেডিকেল শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের অহিংস বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্য সরকার, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

অন্যদিকে, দাবি আদায়ের জন্য আন্দোলনের অধিকার চর্চায় শান্তিপূর্ণ পথ থেকে বিচ্যুত করার জন্য যে কোনো প্ররোচনা প্রতিহত করে জন-জীবন বিপন্ন হতে পারে এমন কোনো কার্যক্রম থেকে নিজেদের দূরে রাখার জন্য টিআইবি আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানায়।

এ প্রসঙ্গে শিক্ষা ক্ষেত্রে সুশাসন বিকাশের লক্ষ্যে পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে গত ৫ আগস্ট ২০১৫ টিআইবি কর্তৃক প্রকাশিত ‘পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস: প্রক্রিয়া, কারণ ও উত্তরণের উপায়’ শীর্ষক প্রতিবেদনে প্রস্তাবিত সুপারিশমালা যথাযথ বিবেচনায় নিয়ে কার্যকর বাস্তবায়নের জন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায় টিআইবি।

(ওএস/অ/সেপ্টেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test