E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ড : আইএসের 'দায় স্বীকার'

২০১৫ সেপ্টেম্বর ২৯ ০৭:৩২:১৫
রাজধানীতে ইতালিয়ান নাগরিক হত্যাকাণ্ড : আইএসের 'দায় স্বীকার'

স্টাফ রিপোর্টার :  রাজধানীতে ইতালিয়ান নাগরিক সিজার তাবেলা (Cesare Tavella) হত্যাকাণ্ডের ‘দায় স্বীকার’ করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ আইএসের এ দাবির কথা জানিয়েছে। আইএসের দায় স্বীকারের খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সও। সংবাদমাধ্যমটি অবশ্য বরাত দিয়েছে ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’রই। যদিও আইএসের দাবির বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়ে দিয়েছে রয়টার্স।

সোমবার (সেপ্টেম্বর ২৮) সন্ধ্যা সোয়া ৬টার দিকে গুলশানে কূটনীতিক পাড়ায় সিজার তাবেলাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের ঘণ্টা কয়েক পর এ খবর দিলো সাইট ইন্টিলিজেন্স গ্রুপ।

আইএসের দায় স্বীকারের বিষয়ে ওয়েবসাইটটি আরবিতে লেখা একটি বার্তা প্রকাশ করে। এ বিষয়ে রয়টার্স জানায়, আইএস দায় স্বীকার করলেও স্থানীয় পুলিশ বলছে, তারা এ বিষয়ে অবগত নয়। তাছাড়া, জঙ্গিদের দাবির বিষয়টিও নিশ্চিত করা যায়নি।

এদিকে, বাংলাদেশে ভ্রমণের বিষয়ে অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (ডিএফএটি) সতর্কতা জারির পর নাগরিকদের চলাফেরা সীমিত করে আনার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যও। তারা বলছে, ‘তাদের কাছে তথ্য রয়েছে, বাংলাদেশে জঙ্গিরা পশ্চিমা স্বার্থের উপর আঘাত হানতে পারে।’

এর আগে বেশ কয়েকজন ব্লগার দুর্বৃত্তদের হামলায় নিহত হন। ওইসব হত্যাকাণ্ডের পর দায় স্বীকার করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠায় ‘আইএস’।

(ওএস/অ/২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test