E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাপানকে আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র

২০১৫ সেপ্টেম্বর ৩০ ১৩:০৯:২৮
জাপানকে আরও বেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র

নিউজ ডেস্ক: জাপানকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে ৭০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে স্থানীয় সময় সোমবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে জাপানের সহায়তায় বাংলাদেশে বড় বড় প্রকল্পের (মেগা প্রজেক্ট) বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

জাপানের প্রধানমন্ত্রী আবে বলেছেন, তার বাংলাদেশ সফরের পর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন শিনজো আবে।

২০১৫ পরবর্তী ১৫ বছরের জন্য যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) নির্ধারণ করা হয়েছে তা অর্জনেও জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

বৈঠকে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি উপস্থিত ছিলেন।

(ওএস/এলপিবি/সেপ্টেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test