E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতিসংঘের মহাসচিবকে  ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

২০১৫ অক্টোবর ০১ ১৪:০৮:০১
জাতিসংঘের মহাসচিবকে  ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সফলভাবে গৃহীত হওয়ায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও তাঁর সহকর্মীদের অভিনন্দন জানিয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার ঢাকায় ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে এমডিজি সমর্থকদের অংশগ্রহণে এসডিজি সম্মেলন-২০১৫ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ড. মুহাম্মদ ইউনূস এমডিজি এডভোকেসি গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য।

জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা, যা ভবিষ্যতে পৃথিবীকে একটি নতুন রূপ দেবে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘আমাদের পরবর্তী চ্যালেঞ্জ হবে বিশ্বের প্রতিটি পরিবারে দৈনন্দিন জীবন পরিচালনায় এসডিজিকে একটি গৃহস্থালি শব্দে পরিণত করা।’ তিনি উন্নয়নশীল দেশগুলোকে ‘২০৩০ এজেন্ডা’ সফলভাবে বাস্তবায়নে সহায়তা করার জন্য মহাসচিব বান কি মুন ও জাতিসংঘকে অনুরোধ করেন।

(ওএস/এলপিবি/অক্টোবর ১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test